fbpx

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত অভিনেতা মাসুম আজিজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অভিনেতা মাসুম আজিজের জন্ম পাবনাতে। সেই পাবনার নিজ গ্রামে বাদ এশা তৃতীয় ও সর্বশেষ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তাকে।

এর আগে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য অভিনেতা মাসুম আজিজের মরদেহ মঙ্গলবার(১৮ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।

বনশ্রীতে সকাল ৯টায় প্রথম জানাজা শেষে বেলা ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। এখানে সর্বস্তরের মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হন তিনি। শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন অভিনেতা আসাদুজ্জামান নূর, দিলারা জামান, নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলুসহ অনেকে।

শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে মরদেহ বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজার পর পাবনার উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার(১৭ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাসুম আজিজ।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/1616684462082599

Advertisement
Share.

Leave A Reply