fbpx

নিজ ফ্ল্যাট থেকে অধ্যাপক তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের বরেণ্য লেখক, বিখ্যাত কলামিস্ট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান মারা গেছেন।

শনিবার (১৭ এপ্রিল) রাজধানীর উত্তরা অ্যাপার্টমেন্ট প্রোজেক্টে নিজ ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বাসায় কেউ না থাকায় পুলিশ দরজা ভেঙে তাঁর ফ্ল্যাটে প্রবেশ করে। সেখানে তারা তাঁকে মৃত অবস্থায় দেখতে পায়। তবে এখন পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।

রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রোজেক্টের প্রকল্প পরিচালক মো. মোজাফফর আহমেদ গণমাধ্যমকে তাঁর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য ছিলেন। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন।

আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি এবং তুলনামূলক রাজনীতি নিয়ে তিনি একাধিক বই লিখেছেন।

শিক্ষকতার পাশাপাশি ড. রেহমান নিয়মিত কলাম লিখতেন।

Advertisement
Share.

Leave A Reply