fbpx

নির্মাতা-গীতিকার শহীদুল হক খান মারা গেছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রখ্যাত চলচ্চিত্রকার, নাট্যকার ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার শহীদুল হক খান মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইলাইহি রাজিউন)। বুধবার (১৯ এপ্রিল) রাত ১১টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চয়ই করেছেন তার পারিবারিক সুত্র।

জানা গেছে, শহীদুল হক খান দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অবশেষে আজ না ফেরার দেশে চলে গেলেন তিনি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বাদ যোহর মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে জানাজা শেষ তার দাফন করা হবে।

১৯৭৩ সালে সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে বাংলাদেশে প্রথম ভারতীয় নায়িকা ঝুমুর গাঙ্গুলীকে এনে নির্মাণ করেন তার প্রথম চলচ্চিত্র ‘ছুটির ফাঁদে’। একই সিনেমাতে নিজের লেখা গানের জন্য তিনি গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

পরে তিনি একের পর এক চলচ্চিত্র ও নাটক পরিচালনা করেন। ১৯৯৪ সালে বিটিভিতে তিনিই প্রথম সাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা ও তার পরিচালনায় ‘কোথায় সেজন’ দিয়ে প্যাকেজ নাটক নির্মাণ শুরু করেন।

অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন তিনি। তার হাত ধরেই ‘নায়ক’ নাটক দিয়ে মিডিয়াতে প্রথম আগমন ঘটে চিত্রনায়িকা পপির। এই নাটকে পপি ইলিয়াস কাঞ্চনের নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন।

বিভিন্ন পত্রিকায় শহীদুল হক খান সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার লেখা বেশ ক’টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply