fbpx

নিহত প্রবাসীর পরিবারের পাশে ডেনমার্কের বাংলাদেশ দূতাবাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডেনমার্কে নিহত বাংলাদেশি প্রবাসী আসাদুজ্জামানের দাফন কাজে আর্থিক সহায়তা প্রদান করেছে ডেনমার্কস্থ বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দূতাবাস থেকে নিহত আসাদুজ্জামানের স্ত্রীর কাছে এই চেক প্রদান করা হয়।

নিহত আসাদুজ্জামান ডেনমার্কের কোপেনহেগেন বাস করতেন। কিন্ত আসাদুজ্জামানের দাফন ব্যয়বহুল হওয়ায় তার পরিবার দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নিকট আর্থিক সহায়তার আবেদন করেন। পরে বাংলাদেশের দূতাবাস বিষয়টি গুরুত্বের সাথে দেখেন এবং তার পরিবারের পাশে এগিয়ে আসে।

প্রসঙ্গত, ডেনমার্কে নিহত বাংলাদেশি প্রবাসী মোঃ আসাদুজ্জামান মাত্র ৪০ বছর বয়সে ব্রেন হেমারেজে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি তার পরিবারসহ ডেনমার্কে বসবাস করে আসছিলেন। পরে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী তাকে কোপেনহেগেনে দাফন করা হয়।

এদিকে দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীরা এই আর্থিক সহায়তাকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, ডেনমার্কে থাকা বাংলাদেশি প্রবাসীদের বিপদে যদি দূতাবাস সবসময় পাশে থাকে তাহলে তারা উপকৃত হবেন।

Advertisement
Share.

Leave A Reply