fbpx

ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।

ইডি দপ্তরে রাহুল গান্ধীকে দুই দফায় প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার ১১টা নাগাদ রাহুল, নেতাকর্মীদের নিয়ে মিছিল করে ইডি দপ্তরে যান। জিজ্ঞাসাবাদ শেষে বের হন দুপুর সোয়া দুইটার দিকে। জানা গেছে, স্বদেশ-বিদেশ মিলিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি সংক্রান্ত খুঁটিনাটি জানতে চাওয়া হয়েছে তার কাছে।

একই মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। তবে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিতসাধীন থাকায় আজ হাজির হতে পারেননি তিনি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২৩ জুন নতুন তারিখ ধার্য করেছে ইডি।

সোমবার রাহুলকে ইডির সমনের প্রতিবাদে রাজধানী নয়াদিল্লির রাজপথে ব্যাপক বিক্ষোভ হয়। তবে বিক্ষোভের অনুমোদন না থাকায় কংগ্রেস নেতাকর্মীদের আটক করা হয়েছে বলেও খবর এসেছে।

Advertisement
Share.

Leave A Reply