fbpx

পঞ্চগড়ে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৯

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে আরও চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে গিয়ে ঠেকেছে। সবশেষ তথ্য অনুযায়ী, এখনও ৩৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে নদীতে তল্লাশি শুরু হলে চার জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রবিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আলো স্বল্পতার কারণে উদ্ধার কাজ স্থগিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীরা রবিবার দুপুর আড়াইটার দিকে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এলাকায় নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। কিন্ত নৌকায় বেশি যাত্রী থাকায় মাঝ নদীতে যাত্রীর চাপে নৌকা একপাশে উল্টে যায়। কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রীই এখনও নিখোঁজ রয়েছেন।

জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় বলেন, নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply