fbpx

পদ্মার এক বোয়ালের দাম ২৮ হাজার ৬০০ টাকা!  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ। এই বিশাল মাছের দাম ধরা হয়েছে ২৮ হাজার ৬০০ টাকা।

রবিবার (৩ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের তেওতা ইউনিয়নের গোপাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

এরপর মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে মোহন মণ্ডলের আড়তে বিক্রির জন্য আনা হয়। সেখানকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ দুই হাজার ১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন।

পরে মাছটি ২৮ হাজার ৬০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। বিশালাকার এই মাছ দেখতে চারিদিকে বেশ ভিড় জমে যায়।

মাছ ব্যবসায়ী মো. সম্রাট শাহজাহান শেখ জানান, নদীতে এখন প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে। ধরা পড়ার পর জেলেরা এই মাছ বিক্রি করতে দৌলতদিয়া ঘাটের আড়তে নিয়ে আসে। আর আমরা আড়তের মাধ্যমে কিনে বেশি লাভের আশায় ঢাকাসহ বিভিন্ন স্থানে ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করি।

Advertisement
Share.

Leave A Reply