fbpx

পদ্মা সেতুতে একদিনে ৩ কোটি ১৬ লাখ টাকা টোল আদায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পদ্মা সেতুতে যানবাহন চলাচলের ষষ্ঠ দিনে তিন কোটি ১৬ লাখ টাকা টোল আদায় হয়েছে। সেতু চালুর পর এটাই টোল আদায়ের রেকর্ড। এ দিন সেতু দিয়ে ২৬ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে।

শনিবার (২ জুলাই) দুপুরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, শুক্রবার (১ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ২৬ হাজার ৩৯৪টি যানবাহন পারাপার হয়েছে।

তিনি আরও জানান, সেতুর দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) মোট টোল আদায় হয়েছে তিন কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা। জাজিরা প্রান্তে যানবাহন পার হয়েছে ১২ হাজার ৫৯৭টি এবং এক কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। এছাড়া মাওয়া প্রান্তে যানবাহন পার হয়েছে ১৩ হাজার ৮০১টি। টোল আদায় হয়েছে এক কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা। এ পর্যন্ত এটাই সর্বোচ্চ টোল আদায়।

উল্লেখ্য, গত শনিবার দুপুর ১২টার দিকে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি টোল দিয়ে সেতু পার হন। রবিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হয়।

Advertisement
Share.

Leave A Reply