fbpx

পদ্মা সেতুতে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দু’জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারবহনকারী একটি ট্রাক উল্টে দুই জন মারা গেছেন। আর তিনজন গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এরপর প্রায় দেড় ঘণ্টা সেতুর এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ ছিল।

নিহতরা হলেন মো. কাউসার (২৩) ও মো. রাজু খন্দকার। কাউসার শরীয়তপুরের বাসিন্দা। আর রাজুর বাসা ঢাকার যাত্রাবাড়ী এলাকায়।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্যাস সিলিন্ডারবাহী তিন টনের একটি ছোট ট্রাক ঢাকার দিকে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পদ্মা সেতুর মাঝামাঝি এসে উল্টে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকের আরোহী পাঁচজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক মো. আসাদুজ্জামান জানান, তাদের মধ্যে দু’জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। অপর তিনজনের অবস্থাও বেশ গুরুতর। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply