fbpx

পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া নৌবন্দর থাকবে: নৌপ‌রিবহন প্রতিমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন। তাই সেতু চালু হলে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের নৌশ্রমিকরা বেকার হয়ে পড়বেন কি না, এমন শঙ্কা দেখা দেওয়ায় তাদের আশ্বস্ত করে নৌপ‌রিবহন প্রতিমন্ত্রী খা‌লিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু চালুর পরও শিমুলিয়া নৌবন্দর থাকবে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিমুলিয়া ঘাট পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘ফেরিগুলোর চাহিদা থাকবে। এ কারণে ফেরি চলাচল অব্যাহত থাকবে। বিশেষ করে পণ্যবাহী ট্রাকের চালকরা নৌরুটটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে।

বহরে এ বছর আরও ১২টি ফেরি যুক্ত হবে। এ কারণে ফেরি সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়া সম্ভব হবে বলেও জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply