fbpx

পরিচ্ছন্ন কর্মীদের স্বার্থে আজকের মধ্যেই কোরবানি শেষ করার অনুরোধ তাপসের  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজকের মধ্যেই কোরবানির পশু জবাই দেওয়ার কাজ শেষ করার জন্য ঢাকাবাসীকে অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকিতে’ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তাপস ঢাকাবাসীকে এই অনুরোধ জানান।

ঢাদসিক মেয়র বলেন, ‘আমি ঢাকাবাসীকে নিবেদন করছি, আপনারা আজকের মধ্যেই কোরবানি দেওয়া বা পশু জবাই শেষ করুন। আমাদের বিশাল জনবল নিরবিচ্ছিন্নভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রম করে থাকে। তাদেরও ঈদ আছে, তাদের বিশ্রামেরও প্রয়োজন আছে। আমরা তাদেরকে একদিন ঈদের ছুটি দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘নিতান্তই কেউ যদি আজকের মধ্যে কোরবানির পশু জবাই শেষ করতে না পারেন, তাহলে দয়া করে আপনারা আগামীকাল নিজ দায়িত্বে পশুর বর্জ্য নির্ধারিত ব্যাগে ভরে আপনার নিকটবর্তী অন্তবর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে রেখে আসুন।’  এসময় জনগণকে উন্মুক্ত স্থানে বর্জ্য না ফেলার আহ্বান জানান।

মৌসুমী চামড়া ব্যবসায়ীরা অনেক জায়গায় চামড়া ফেলে যাচ্ছেন জানিয়ে ঢাদসিক মেয়র বলেন, ‘একটা বিষয় আমরা লক্ষ্য করছি, মৌসুমী ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ করেছেন। সেই চামড়াগুলো হয়তো তারা বিক্রি করতে পারেননি। আজ সকাল থেকে আমরা লক্ষ্য করছি – – বিভিন্ন জায়গায় আমাদের নর্দমার সামনে, নর্দমার মুখে তারা সেই চামড়াগুলো ফেলে গেছেন। এটা অত্যন্ত গর্হিত কাজ। আমি বারবার নিবেদন করেছি, কোনভাবেই যেন আমাদের নালা-নর্দমাগুলো বন্ধ করা না হয়, এখানে বর্জ্য ফেলা না হয়।’

গতকালের পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করার কথা জানিয়ে তাপস বলেন, ‘দুপুর ২টার মধ্যে গতকালের পশুর  বর্জ্য শতভাগ অপসারিত হবে। কিন্তু দ্বিতীয় দিনও প্রায় ৩০ শতাংশ কোরবানি দেওয়া হয়। আজকে যে সকল পশু জবাই করা হবে, সেসব পশুর বর্জ্য আমরা আগামী ১০ ঘণ্টার মধ্যে অর্থাৎ রাত বারোটার মধ্যে অপসারণ করব।’

এ সময় আজ দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৮ হাজার টন কোরবানির পশুর ও হাটের বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানান ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

Advertisement
Share.

Leave A Reply