fbpx

পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণের পর খালেদা জিয়া বাসায় ফিরতে পারবেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি জানান, ‘চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিমের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা ঠিকঠাকভাবেই চলছে।‘

ডা. জাহিদ হোসেন বলেন, ‘এভারকেয়ার হাসপাতালের ৭ সদস্যের মেডিকেল বোর্ডে এবং ব্যক্তিগত চিকিৎসক দলের আরও ৩ সদস্যসহ ১০ সদস্যের মেডিকেল দল এখন পর্যন্ত যেসব পরীক্ষা হয়েছে তা পর্যবেক্ষণ করে আরও কিছু পরীক্ষার জন্য সুপারিশ করেছে। সেই পরীক্ষাগুলো বৃহস্পতিবার করা হবে। এরপর পরীক্ষাগুলো পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।‘

পরীক্ষা শেষ হলে বোর্ডের সদস্যরা আবার পর্যবেক্ষণ করবেন, এরপরে বাসায় ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ডা. জাহিদ হোসেন।

গত মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়াকে ভর্তি করা হয়। ভর্তি করানোর পর সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার।

Advertisement
Share.

Leave A Reply