fbpx

পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জে পৌঁছেছেন রাষ্ট্রপতি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জে গিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার বিকেলে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি মিঠামইনে পৌঁছেছে বলে রাষ্ট্রপতির কার্যালয় ও সরকারি বাসভবন বঙ্গভবন থেকে জানানো হয়েছে।

বঙ্গভবন থেকে আরও জানানো হয়, কিশোরগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজ মাঠে ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। আর সন্ধ্যা সাড়ে ৭টায় মিঠামইনের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে সুধীজনের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। রাতে মিঠামইনের নিজ বাড়িতে অবস্থান করবেন আব্দুল হামিদ।

সোমবার মোটরকেড যোগে উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করবেন। বেলা ৩টার দিকে যাবেন ইটনায়। সেখানে মোটরকেড যোগে উন্নয়ন কাজ দেখবেন। সন্ধ্যায় ইটনার নিজ নামীয় অডিটোরিয়ামে সুধীজনদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন রাষ্ট্রপ্রধান।

সেদিন রাতে ইটনা থেকে মিঠামইনে ফিরে নিজ বাড়িতেই থাকবেন তিনি। সফর শেষে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

তবে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তার সফরসূচি বঙ্গভবন থেকে এখনও জানানো হয় নি।

তবে বাসস জানিয়েছে, বুধবার বিকেলে কিশোরগঞ্জ সদরে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’-এর নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের।

Advertisement
Share.

Leave A Reply