fbpx

পানি বাড়ছে নদীতে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল বাড়ছে এবং বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গানিতিক মডেলের তথ্যমতে, আগামী ৭২ ঘণ্টায় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল এই সময়ে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

পর্যবেক্ষণাধীন ৩৯টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ১৯টির ,হ্রাস পেয়েছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির।
এদিকে দেশের তাপমাত্রা রয়েছে স্বাভাবিক। গত ২৪ ঘণ্টায় সারাদেশে কক্সবাজারে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪৪ মিলিমিটার, কুতুবদিয়ায় ১৮ মিলিমিটার, খেপুপাড়ায় ১৬ মিলিমিটার, মংলা ও যশোরে ১২ মিলিমিটার, টাঙ্গাইলে ৯ মিলিমিটার এবং সৈয়দপুর ও চাঁদপুরে ৮ মিলিমিটার।

Advertisement
Share.

Leave A Reply