fbpx

পুরুষ অভিভাবক ছাড়াই নারীদের হজ করার অনুমতি দিল সৌদি সরকার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৮ থেকে ৬৫ বছরের নারীরা এখন থেকে কোনো পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই হজ বা পবিত্র ওমরাহ পালন করতে পারবে। তবে সেক্ষেত্রে তাদের একা নয় বরং একটি দলের অংশ হিসেবে ওমরাহ পালন করতে হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদির হজ ও ওমরাহ–বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ওমরাহ পালনের জন্য নারীদের করোনা টিকার এক ডোজ নিতে হবে। এছাড়া কোনো ধরনের শারীরিক অসুস্থতা এখানে গ্রহণযোগ্য হবে না।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, যারা সোদিতে আছেন এবং দেশটির নাগরিক অথচ পাঁচ বছর হজ করেন নি, তারা এ বছর হজের জন্য নিবন্ধন করতে পারবেন।

রক্ষণশীল সৌদি আরবে নানা সামাজিক সংস্কার পরিবর্তনের উদ্যোগ নিয়েছে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি ক্ষমতায় আসার পর সৌদি আরবে নারীদের প্রথমবারের মতো গাড়ি চালানো ও পুরুষ অভিভাবক ছাড়াই বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

Advertisement
Share.

Leave A Reply