fbpx

পুলিশি বাধার মুখে শেষ হলো প্রগতিশীল ছাত্র জোটের কর্মসূচি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লেখক মুশতাক আহমেদের কারাবন্দি অবস্থায় মৃত্যুর কারণে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রগতিশীল ছাত্র জোট স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে তাদের বাধা দিয়েছে পুলিশ।

১ মার্চ সোমবার দুপুরে সচিবালয়ের সামনে থেকে তাদের এই কর্মসূচিতে বাধা দেওয়া হয়।

এ সময় পুলিশ বাধা দিলে ছাত্র জোটের নেতাকর্মীদের সাথে তাদের হাতাহাতি হয়, পরে ছাত্ররা সচিবালয় এলাকায় তাদের সমাবেশ শুরু করে। এর আগে সংগঠনটির কর্মীরা দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেত হয়ে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আসতে শুরু করে।

সমাবেশ থেকে তারা বলেন, ‘লেখক মুশতাকের মৃত্যুর বিচার করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিল করতে হবে। সর্বশেষ সাতজন ছাত্র নেতা ও একজন শ্রমিক নেতাকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। এ আটজন রাজবন্দিকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। না হলে এ ঘেরাও মিছিল প্রতিবাদ মিছিলে রূপান্তরিত হবে।’

তাদের দাবি মেনে না নিলে কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া পরবর্তী কর্মসূচি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও জানায় প্রগতিশীল ছাত্র জোট।

Advertisement
Share.

Leave A Reply