fbpx

প্রকাশ পেল লাবণ্যের নতুন গান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বর্তমান প্রজন্মের সম্ভাবনাময়ী সংগীতশিল্পী ইয়াসমিন লাবণ্য। তিনি তার গায়কীর মাধ্যমে ইতিমধ্যেই শ্রোতা মহলে আলোচিত। কয়েকটি চলচ্চিত্রের প্লেব্যাক করেছেন তিনি।

এই সুকণ্ঠী গায়িকা এবার নজরুলজয়ন্তী উপলক্ষে ‘বেদনার পারাবার করে হাহাকার’ নামের নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করলেন। গানটির সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার।

লাবণ্য আধুনিক গানের শিল্পী হিসেবে পরিচিতি পেলেও সময় সুযোগ পেলেই নজরুল সংগীতও গেয়ে থাকেন। নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় কবির প্রতি ভালোবাসা থেকেই গানটি প্রকাশ করলাম। যারা নজরুলের গানের ভক্ত, আশা করছি গানটি তাদের ভালো লাগবে।

বৃহস্পতিবার (২৫ মে) ‘বেদনার পারবার করে ‘হাহাকার’ গানটি লাবণ্যর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘ইয়াসমিন লাবণ্য’ থেকে প্রকাশ পেয়েছে। গানটির ভিডিওতে মডেল হিসেবে উপস্থিত হয়েছেন এই শিল্পী নিজেই

Advertisement
Share.

Leave A Reply