fbpx

প্রতিবাদী শওকত আলম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মো. আমিনুল এহছান মোল্লার নতুন একটি কবিতা থাকলো বিবিএস বাংলার পাঠকদের জন্য।

প্রতিবাদী শওকত আলম

তুমি জেগেছো হে বিপ্লবী বীর!অবাক অভ্যুদয়!
যদিও জুলুমের অনল জ্বলিছে সারা বাংলাময়।

তবু দেখ আজ প্রাণে প্রাণে সাড়া-
তোমার এ প্রতিবাদ উদ্দাম ভয়হারা।
যে আগুন বাঙালি দেখেছে তা কি ভুলতে পারি ?
একই সূত্রে গাঁথা হয়ে গেছে শাসক শোষনের তরবারি!

জনতার অধিকার যে বারে বারে
হরণ করিছে তারা এদেশের দ্বারে দ্বারে

নিজের বাইক পুড়ায়ে গর্জিছো উদাত্ত আহ্বানে
বাড্ডার লিং রোডে নির্যাতিত জনতার উত্থানে।

তুমি এক নির্ভিক উদ্দাম ধ্বনি পথে ঘাটে!
শাসক জলুমের বিদ্রোহ ঘরে ময়দানে মাঠে

তোমার প্রতিবাদে সামীল হয়েছি তীব্রতর
বাংলার সবুজ প্রান্তর আজ কম্পিত থরোথরো।

এই সেই স্বাধীন বাংলা- হৃদয়ে গাঁথা
যার ভয়ে দুরু দুরু অসুরেরা নোয়ায় মাথা।

তুমি তারই একজন প্রতিবাদী বীর!
বজ্র হুঙ্কারে হওনি কভূ নত শির।

আপনার বাইক পুড়ায়ে লিখেছো মুক্তির নাম
বঙ্গ হিরো তুমি সেই প্রতিবাদী শওকত আলম।

Advertisement
Share.

Leave A Reply