fbpx

প্রথমবারের মত মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় ওয়েব সিরিজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের অন্যতম সফল ও মেধাবী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবার প্রথমবারের মত ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ শিরোনামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করলেন।

সোমবার ওটিটি প্লাটফর্ম জিফাইভ গ্লোবালের অরিজিনাল এ সিরিজের ট্রেইলার প্রকাশ করেছেন নির্মাতা। এটি জি ফাইভে মুক্তি পাবে ৯ জুলাই। বাংলাদেশি দর্শকরা ওয়েব সিরিজটি বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

বাংলাদেশের এক সাধারণ মেয়ের দেশের কর্মজীবী নারীদের কণ্ঠস্বর হয়ে ওঠার গল্প তুলে আনা হয়েছে এই সিরিজে। সিরিজটি মোট ৮ পর্বের।

ফারুকী বলেন, ‘ওয়েব সিরিজটি নির্মাণে আমরা যথেষ্ট পরিশ্রম করেছি। এই ওয়েব সিরিজের গল্প দর্শকদের মধ্যে একটি সামাজিক ইস্যু নিয়ে সাড়া ফেলবে বলে আমাদের বিশ্বাস।’

সিরিজটিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন অ্যালেক্সি কসোরুকভ।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, পাভেল আরিন, মারিয়া নূর।

Advertisement
Share.

Leave A Reply