fbpx

প্রায় এক কোটি টাকা মূল্যের ইয়াবা জব্দ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমার থেকে আসা মাদকের একটি বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ছিলো ৩০ হাজার পিস ইয়াবা। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার রাতে দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হবার খবর পায় বিজিবি। সে অনুযায়ী দমদমিয়া বিওপি’র একটি বিশেষ টহলদল সায়রং, জালিয়ারদ্বীপে নাফ নদীর কিনারায় কেওড়া বাগানে গোপনে অবস্থান নেয়।

মিয়ানমার থেকে প্লাস্টিকের একটি বস্তা নিয়ে কয়েকজনকে নদী পার হতে দেখে টহলদল তাদের দাঁড়াতে বলে। মাদক ব্যবসায়ীরা তাদের সাথে থাকা বস্তাটি ফেলে দিয়ে রাতের অন্ধকারে মিয়ানমারের দিকে ডুব সাঁতার দিয়ে পালিয়ে যায়।

ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা থেকে উদ্ধার করা হয় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৯০ লাখেরও বেশি।

ওই রাতেই বেশ কয়েকবার অভিযান চালিয়েও পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের ধরতে পারেনিবিজিবি। তবে তাদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তারা।

Advertisement
Share.

Leave A Reply