fbpx

ফলাফল ঘোষণার সময় গুলিতে নিহত ৩

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের খনগাঁও ইউনিয়নে অনুষ্ঠিত ভোটের ফলাফল ঘোষণা নিয়ে সংঘর্ষে বিজিবির গুলিতে তিনজন নিহত হয়ছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

গতকাল ২৮ নভেম্বর (রবিবার) রাতে উপজেলার ৩ নম্বর খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮ টার দিকে ভোটের ফলাফল গণনার পর ওই এলাকার বিএনপি সমর্থিত প্রার্থী নুরুজ্জামান ও তার সমর্থকরা প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের অন্য কর্মকর্তাদের কেন্দ্রে ঘিরে রাখে। ওই খবরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গেলে তাকেও অবরুদ্ধ করে রাখা হয়। এছাড়া কেন্দ্রে থাকা ম্যাজিস্ট্রেট এর গাড়ি ভাঙচুর করা হয়। কেন্দ্রের আশপাশের রাস্তা কেটে ফেলা হয় ও লাঠিসোটা নিয়ে কেন্দ্র ঘেরাও করে রাখে তারা।

খবর পেয়ে বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে তাদের ওপরও আক্রমণের চালানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবির সদস্যরা কয়েক রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায় সংঘর্ষে পুলিশসহ আরও ছয়জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহতদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনজন।

নিহতরা হলেন, ঘিডোবা গ্রামের বাসিন্দা সাহাবলি হুসেন, একই গ্রামের মজাহারুল ও এইচএসসি পরীক্ষার্থী আদিত্য।

তিনজন নিহত ও পাঁচজন আহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।

Advertisement
Share.

Leave A Reply