fbpx

ফেরি বন্ধ, দুর্ভোগে পাটুরিয়া-দৌলতদিয়ামুখীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঘন কুয়াশার জন্য বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে গেছে পদ্মায় ফেরি চলাচল। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ১২টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদী কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। একপর্যায়ে রাত আড়াইটার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পথ হারিয়ে উভয় ঘাট থেকে ছেড়ে আসা ছয়টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝপদ্মায় নোঙর করতে বাধ্য হয়। এদিকে পাটুরিয়া প্রান্তে পাঁচটি ও দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ফেরি অবস্থান করছে।

স্থানীয়রা জানান, ফেরি বন্ধ থাকায় ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়ে। বাসগুলো পাটুরিয়া-উথলী সংযোগ সড়কে দীর্ঘ সারিতে নদী পারাপারের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া পণ্যবাহী গাড়িগুলোকে পাটুরিয়ায় টার্মিনালে রাখা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply