fbpx

ফের লকডাউনের কবলে নিউজিল্যান্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিউজিল্যান্ডের বড় শহর অকল্যান্ডে এক মাসে দ্বিতীয়বারের মতো লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় সময়  রবিবার থেকে এই লকডাইন কার্যকর হয়।

অকল্যান্ডে যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন এক জনের শরীরে শনাক্ত হয়। সংক্রমণ নিয়ন্ত্রণে এরপর লকডাউনের সিদ্ধান্ত নেয় দেশটির স্বাস্থ্য দপ্তর। শনিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন  লকডাউনের ঘোষণা দেন।

প্রায় ২০ লাখ বাসিন্দার এই শহরে দ্বিতীয়বারেও সাত দিনের লকডাউন দেওয়া হয়েছে। গেল বছর এই দিনেই দেশটিতে করোনা শনাক্ত হয়েছিল।

এ শহরে এখন পর্যন্ত ১৪ জনের শরীরে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা। একই সাথে যারা স্বাস্থ্য বিধি মানবে না তাদের কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা জুডিথ কলিন্স।

Advertisement
Share.

Leave A Reply