fbpx

বইয়ের সাথেই বাস, পড়ার সময় নেই কিশোরের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বয়সটা ১২ হবে। দুরন্তপনায় ভরপুর থাকার বয়সই বটে। স্কুল, খেলার মাঠ আর বন্ধুদের সঙ্গে দৌড়ঝাপের বয়সে ছাপাখানাতেই কাটছে জসিম নামের এই কিশোরের জীবন। ট্রেসিং পেপার, কালি, প্লেট আর বাঁধাই মেশিনের সঙ্গেই কেটে যায় তার গোটা দিন। বইয়ের সঙ্গে সারাক্ষণ থাকলেও পাঠ্যবই বা ক্লাসরুমের সঙ্গে যোগাযোগ নেই বহুকাল। কী ভাবছে এই কিশোর? সেই গল্পই শোনালেন হৈমন্তী শুক্লা। বিস্তারিত দেখুন ভিডিওতে।

Advertisement
Share.

Leave A Reply