fbpx

বন্যা পরিস্থিতির উন্নতি, ঢাকা–সিলেট রুটে রেল চলাচল শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রবিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন রেলওয়ের বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার খায়রুল কবির।

তিনি বলেন, ‘ঢাকা-সিলেট রেলপথে বন্যার পানি কিছুটা কমেছে। ফলে ৩টি লাইন ব্যবহার উপযোগী হয়েছে।’

এর আগে শনিবার বন্যার পানি উঠে যাওয়ায় সিলেট রেলস্টেশন বন্ধ ঘোষণা করা হয়। ফলে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শনিবার দুপুরে সিলেট স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রেলস্টেশনে পানি উঠে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে মৌলভীবাজারের কুলাউড়া বা সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন পর্যন্ত রেল যোগাযোগ সচল রাখা যায় কি-না, এ বিষয়ে আলোচনা চলছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

আর শুক্রবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বুধবার থেকেই সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার তা ভয়াবহ রূপ নেয়। এ দিন বিকাল থেকে পানি দ্রুত বাড়তে থাকে। ফলে সিলেটের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যায়।

তবে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট- এই দুই উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব উপজেলার বেশিরভাগ অংশই পানিতে নিমজ্জিত।

Advertisement
Share.

Leave A Reply