fbpx

বস্তিবাসীদেরকেও টিকার আওতায় আনা হবে: আতিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বস্তিবাসীদেরকে পর্যায়ক্রমে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বনানীর কড়াইল বস্তিবাসীর মাঝে করোনাভাইরাস প্রতিষেধক টিকা, স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মেয়র বলেন, ‘ডিএনসিসি এলাকার বস্তিবাসীদের মাঝে পর্যায়ক্রমে সর্বমোট ৫ লাখ কোভিড-১৯ এর টিকা প্রদান করা হবে। তাদের কল্যাণে বস্তিগুলোর অগ্নিনিরাপত্তা জোরদার করতে ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা করা হবে এবং এসব পরিকল্পনা বাস্তবায়নে চলতি অর্থবছরের বাজেটে ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।’

আতিকুল ইসলাম বলেন, ‘বস্তিবাসীদের বিষয়ে বর্তমান সরকার এবং ডিএনসিসি খুবই আন্তরিক। এরইমধ্যে কড়াইল বস্তিবাসীদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ চলছে।’

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রে কোভিড-১৯ এর টিকা প্রদান কার্যক্রমের আওতায় মঙ্গল ও বুধবার প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৫০০ জন করে দুই দিনে মোট ১ হাজার জনকে টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং এই দুই দিনে ডিএনসিসি এলাকায় প্রায় ৬০ হাজার মানুষকে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হবে, জানালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

Advertisement
Share.

Leave A Reply