fbpx

বাংলাদেশি শ্রমিকদের মালেয়শিয়ায় ফিরিয়ে নেয়ার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনার কারণে দেশে এসে আটকে পড়েছে অনেক শ্রমিক। এরই ধারাবাহিকতায় মালেয়শিয়া থেকেও বাংলাদেশে এসে আটকে পড়েছে অনেক প্রবাসী। তাই এই সকল বাংলাদেশি শ্রমিকদের মালেয়শিয়ায় ফিরিয়ে নিতে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিমকে অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার হাইকমিশনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকে তিনি এ অনুরোধ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে মালয়েশিয়ার সঙ্গে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে আসছে। কর্মসংস্থান, উচ্চশিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি, কৃষি প্রক্রিয়াকরণ, বাণিজ্য, পর্যটন ও বৈদেশিক বিনিয়োগের মতো বিস্তৃত বিষয়ে মালয়েশিয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।

পাশাপাশি মন্ত্রী মালয়েশিয়ান ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের অনুরোধ জানান। এছাড়া কর্মসংস্থানের লক্ষ্যে মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের (জি টু জি প্লাস) মধ্যে সমঝোতা চুক্তি সংশোধনী চূড়ান্ত করার জন্য অনুরোধ করেন।

Advertisement
Share.

Leave A Reply