fbpx

বাংলাদেশে ভ্রমণে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সতর্কতা জারি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচনের উত্তাপ ছড়াতে শুরু করেছে এখন থেকেই। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ঘিরে বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন।

মঙ্গলবার (১১ জুলাই) অস্ট্রেলিয়া হাইকমিশন তাদের ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করে এই সতর্কতা জারি করে।

সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী বছরের জাতীয় নির্বাচনের আগে বিক্ষোভ, সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড বাড়তে পারে। কোনো ধরনের সতর্কতা ছাড়াই এসব রাজনৈতিক কর্মকাণ্ড সহিংস হয়ে উঠতে পারে। এ কারণে নাগরিকদের বিক্ষোভ, সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

একই দিন মার্কিন দূতাবাসও নিজেদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছে, ২০২৪ সালের জানুয়ারিতে বা তার আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশ এবং নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম শুরু করেছে। নির্বাচন এগিয়ে আসায় রাজনৈতিক সভা–সমাবেশ এবং অন্যান্য কর্মকাণ্ড আরও বাড়তে পারে।

মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের উদ্দেশ্যে আরও বলেছে, শান্তিপূর্ণ কর্মসূচিগুলো যেকোনো সময় সংঘর্ষ বা সহিংসতায় রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের বড় সমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেয় দূতাবাস।

 

Advertisement
Share.

Leave A Reply