fbpx

বানভাসি মানুষের পাশে হানিফ সংকেত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জনপ্রিয় টিভি উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত দেশের বিত্তবানদের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এই নির্মাতা এক ফেসবুক পোস্টে বলেন, `আধ্যাত্মিক ঐতিহ্যের পূণ্য ভূমি, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন নগরী সিলেটে ও সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত লাখ লাখ মানুষ। সময়ের সাথে সাথে বাড়ছে পানি, ডুবছে জনপদ, বাড়ছে দুর্ভোগ। বাড়ছে খাদ্য ও পানির চরম সংকট। যোগাযোগ ব্যবস্থাও প্রায় বিচ্ছিন্ন। এরই মধ্যে চলছে অবিরাম বর্ষণ। বন্যা পরিস্থিতির আরো অবনতির আশংকা। স্থবির হয়ে পড়েছে জনজীবন। মানবেতর জীবনযাপন করছেন পানিবন্দী অসহায় মানুষ।’

এরই মধ্যে সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে বলে জানিয়ে তিনি লিখেন, ‘দেশের সামর্থ্যবান ও বিত্তবান মানুষের প্রতি আহ্বান-আসুন সবাই মিলে এই অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়াই। বাড়িয়ে দেই সহযোগিতার হাত।’

সিলেটের সবকটি উপজেলা ও অর্ধেক শহর, সুনামগঞ্জের উপজেলা ও পৌর শহর বন্যায় প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক ও সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমান মহাসড়ক। দুই জেলায় শতাধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন দুই জেলার প্রায় ৪০ লাখ মানুষ।

Advertisement
Share.

Leave A Reply