fbpx

বাসে শসা খাবেন না, গ্রেফতার শসা মনির

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর উত্তরা থেকে অজ্ঞান পার্টির সর্দার মো. মোনারুল ওরফে (শসা মনিরকে) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

১৭ এপ্রিল (রবিবার) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ (সোমবার) এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর সহকারি পুলিশ সুপার (অপস্ অফিসার) নোমান আহমদ।

নোমান আহমদ জানান, গাইবান্ধার একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাজধানী তুরাগের দিয়াবাড়ী এলাকায় অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে শসা মনিরকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, মনির র‍্যাবকে জানিয়েছে সে একজন অজ্ঞান পার্টির সর্দার। তার বাহিনী দীর্ঘদিন যাবৎ শসা, নারিকেল বিভিন্ন খাবারের সাথে চেতনাশক মেডিসিন প্রয়োগ করে বাসাসহ বিভিন্ন গণপরিবহনের যাত্রীদের খাইয়ে সর্বস্ব লুট করতো। সে অজ্ঞান পার্টির গ্রুপের কাছে শসা মনির নামে পরিচিত। তার বিরুদ্ধে গাইবান্ধা, ময়মনসিংহ, এবং ঢাকা জেলার বিভিন্ন থানায় হত্যা, অজ্ঞান ও ছিনতাই মামলা রয়েছে।

শসা মনির গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রাখাল বুরুজ (পচারিয়া) দাড়িদহ ছয় ঘড়িয়া গ্রামের মো. আবুল কালামের ছেলে।

Advertisement
Share.

Leave A Reply