fbpx

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সকাল ৭ টায়   

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি বছর ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।

আসন্ন ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন উপলক্ষে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

যেখানে বলা হয়েছে, সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টায়। যেখানে ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভীকে।

তৃতীয় জামাত সকাল ৯টায় শুরু হবে, ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক, সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী।

আর সকাল পৌনে ১১টায় পঞ্চম ও সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হবে। যেখানে ইমামতি করবেন জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেমকে।

যদি কোনো জামাতে ইমাম অনুপস্থিত থাকেন, তাহলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

Advertisement
Share.

Leave A Reply