fbpx

বিএনপির সাতজন পদত্যাগ করলে সংসদ অচল হবে না: ওবায়দুল কাদের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাতীয় সংসদ থেকে বিএনপির সাত সদস্যের পদত্যাগের ঘোষণার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা আছে। বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, এর জন্য দলটিকে অনুতাপ করতে হবে।

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদ’-এ সমাবেশের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।

১০ ডিসেম্বর বিএনপির সরকার পতনের ঘোষণাকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর তো চলে গেলো, বিএনপি নেতারা কোথায়? আজকে পল্টনে গেলেন না? হাফ ডিফিট (অর্ধেক পরাজয়) তো হয়ে গেছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া তো ক্ষমতা দখল করতে পারলো না, উনি যেখানে ছিল সেখানেই আছে। কই ক্ষমতা দখল করলেন না আপনারা? তারেক জিয়া তো মুচলেকা দিয়ে লন্ডনে। দেখতে দেখতে ১৫ বছর চলে গেলো। তারেক কোন বছর দেশে আসবে।’

রাজধানীর নয়াপল্টনে গত বুধবার পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের বিষয়ে আওয়ামী লীগ সাধারন সম্পাদক বলেন, বিএনপি নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাওয়ার আগেই প্রস্তুতি নিয়েছিল। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ ১৬০ বস্তা চাল, হাঁড়ি-পাতিল, মশারি, মশার কয়েল এসব পেয়েছে। এসব নিয়ে নয়াপল্টন ঘিরে তারা ‘পিকনিক পার্টি’ শুরু করেছিল।

কোথা থেকে বিএনপির এত টাকা আসে, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘কোন ব্যবসায়ী, কোন শিল্পপতি বিএনপিকে কত টাকা দিয়েছে, সব খবর আমরা জানি। সময়মতো তাদের জবাব দিতে হবে।’

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিতে বিএনপি লবিস্ট নিয়োগ করেছিল বলে দাবি করেন ওবায়দুল কাদের। সমাবেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে খবর এসেছে। বাংলাদেশের জন্য ভালো খবর আর ষড়যন্ত্রকারীদের জন্য খারাপ খবর। যুক্তরাষ্ট্র ৯টি দেশের ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে। সেখানে বাংলাদেশ নেই। বিদেশি বন্ধুরা এখন বাস্তবতা অনেকটাই বুঝতে পেরেছে। সামনে আরও বুঝতে পারবে।

Advertisement
Share.

Leave A Reply