fbpx

বিকালে প্রথম ‘ভাইস চ্যান্সেলর পদক’ পাচ্ছেন জাতীয় বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘ভাইস চ্যান্সেলর পদক’ (স্বর্ণপদক) পেতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ কৃতী শিক্ষার্থী। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হেয়ার রোডে তার সরকারি বাসভবনে শিক্ষার্থীদের হাতে এই পদক তুলে দেবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, এদের মধ্যে স্নাতক (সম্মান) ২৬ জন এবং স্নাতক (পাস) চারজন রয়েছেন।

স্বর্ণপদক প্রাপ্ত স্নাতক (সম্মান) কোর্সের ২৬ শিক্ষার্থী হলেন—সাজেদুর  রহমান  (পরিসংখ্যান, রাজশাহী কলেজ), জুঁই সেন (পদার্থবিজ্ঞান, চট্টগ্রাম কলেজ), আবু তাকী (আরবি, সরকারি আজিজুল হক কলেজ), শাহানাজ আক্তার (গণিত, সরকারি তোলারাম কলেজ), মাহফুজা খাতুন (রসায়ন, সরকারি মাইকেল মধুসূদন কলেজ), তনয়া খানম (প্রাণিবিজ্ঞান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ), তন্ময় বৈদ্য (সংস্কৃত, বরিশাল ব্রজমোহন সরকারি কলেজ), নাওসাবা বুলিয়া (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, লালমাটিয়া মহিলা কলেজ), প্রিসিলা পারভীন প্রভা (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ঢাকা সিটি কলেজ), হাবিবা খাতুন হাসি (উদ্ভিদবিজ্ঞান, রাজশাহী কলেজ), সাদিয়া রহমান (সমাজকর্ম, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ), উজ্জ্বল হোসেন (ইসলামিক স্টাডিজ, সরকারি আজিজুল হক কলেজ), তহমিনা আফরোজ বন্ধন (প্রাণরসায়ন, তেজগাঁও কলেজ), মৌসুমী খাতুন (মনোবিজ্ঞান, রাজশাহী কলেজ), মাহমুদা আক্তার (মার্কেটিং, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ), হাসনাত জাহান ইভা (হিসাববিজ্ঞান, মাদারীপুর সরকারি কলেজ), শম্পা রানী (অর্থনীতি, দিনাজপুর সরকারি কলেজ), কুইনআরা (সমাজবিজ্ঞান, মাগুরা নাজির আহমেদ কলেজ), শোয়েব আহমেদ (মৃত্তিকাবিজ্ঞান, বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ), মৌসুমী আক্তার (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, লালমাটিয়া মহিলা কলেজ), তানিয়া নাসরিন (রাষ্ট্রবিজ্ঞান, নওগাঁর চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ), পূজা দত্ত (ব্যবস্থাপনা, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ), লিমা সিদ্দিক (গার্হস্থ্য অর্থনীতি, কুমুদিনী সরকারি কলেজ), তাসনিম আক্তার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ), নাছরিন আক্তার (বাংলা, নোয়াখালী সরকারি কলেজ)।

আর স্নাতক (পাস) কোর্সের চার জন হলেন—জবাশ্রী তালুকদার (চট্টগ্রাম হাটহাজারী কলেজ), রকসিমা খাতুন (রাজশাহীর ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ), সীমা আক্তার (কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ মহিলা কলেজ) ও নাবিলা (শরীয়তপুরের এম.এ রেজা কলেজ)।

Advertisement
Share.

Leave A Reply