fbpx

বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামছে টালিউড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সম্প্রতি টালিউড অভিনেত্রী সায়নী ঘোষ, দেবলীনা দত্ত থেকে শুরু করে সুরকার ও পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়কে অনেকবার হুমকির মুখে পড়তে হয়েছে। কয়েকদিন ধরেই ধর্ষণের হুমকিতে জর্জরিত টালিউড অভিনেত্রীরা। প্রতিবাদস্বরুপ টালিউডের তারকারা একটা প্রতিবাদ সভার আয়োজন করেছেন। মূল উদ্দেশ্য বিজেপির বিরুদ্ধে হলেও সবরকম ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে এই প্রতিবাদ সভার উদ্যোগ নেওয়া হয়েছে। সভার নাম দেওয়া হয়েছে, ‘এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার।’ 

প্রতিবাদ সভা নিয়ে আনন্দবাজার ডিজিটালকে অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন, ‘তরুণজ্যোতি তেওয়ারি আজও আমায় সোশ্যাল মিডিয়ায় হুমকি দিচ্ছে। আমি ভয় না পেলেও আমার বৃদ্ধা মা আতঙ্কিত। ক্রমাগত একটি মানসিক অত্যাচার চলছে আমাদের উপর। সে রকম একটি পরিস্থিতিতে এ রকম একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে দেখে আমি ভীষণ আনন্দিত। আমাকে কোনও উদ্যোগই নিতে হয়নি। পরিচালক রাজ চক্রবর্তী থেকে শুরু করে বহু বিশিষ্ট মানুষ উপস্থিত হচ্ছেন আগামীকাল। সায়নীও যোগ দিচ্ছেন এই প্রতিবাদে।’

রাজ চক্রবর্তী, কৌশিক সেন, ঋদ্ধি সেনের মতো মানুষরাও এই দিন উপস্থিত থাকছেন মানুষের কণ্ঠরোধের  বিরোধিতায়।

এমনকি বিজেপির সদস্য অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় দেবলীনার কাছে তাঁর মত প্রকাশ করে জানিয়েছেন, ‘বিজেপির কর্মী হয়েও আমি এটা বলতে বাধ্য হচ্ছি, দেবলীনার সঙ্গে একটানা যা ঘটে চলেছে, সেটা অন্যায়।’

সভার উদ্যোক্তা পরিচালক রাজ চক্রবর্তী এখনও কিছু জানাননি। শুধু শিল্পীরাই নয়, সাধারণ মানুষও এই প্রতিবাদে সামিল হবেন।

 

Advertisement
Share.

Leave A Reply