fbpx

বিনা অনুমতিতে আবাসন নয় : মেয়র তাপস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিটি করপোরেশন এলাকায় বিনা অনুমতিতে আবাসন করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। একইসাথে অনুমতি ছাড়া নির্মাণ করা সব গৃহায়ন প্রকল্প বন্ধেরও নির্দেশ দিয়েছেন মেয়র।

২৪ ফেব্রুয়ারি বুধবার দক্ষিণ সিটির ৭৫ নম্বর ওয়ার্ডের ফকিরখালী এলাকা, ত্রিমোহিনী গুদারাঘাট, দাসেরকান্দি, বালু নদীর পাড় পরিদর্শন শেষে সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ ও ৬ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে এই নির্দেশ দেন মেয়র তাপস।

মেয়র বলেন, ‘এরই মধ্যে সম্পত্তি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে, এখানকার ড্রেজিং (খননকাজ) বন্ধ করতে হবে। যত্রতত্র বিনা অনুমতিতে হাউজিং করা যাবে না। প্রয়োজনে ওই প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও সরঞ্জামাদি বাজেয়াপ্ত করা হবে।’

কিছু আবাসন প্রতিষ্ঠান দক্ষিণ সিটির অনুমতি না নিয়েই জমি দখল করেছে অভিযোগ করে তাপস বলেন, ‘যত্রতত্র অপরিকল্পিতভাবে যে কেউ চাইলেই আর আবাসন করতে পারবেন না।’

আশেপাশের এলাকার জনগণ প্রতিবাদ জানিয়েও কোন সমাধান পাচ্ছেন না, এ বিষয়ে সমাধান করতে সিটি করপোরেশন কাজ করবে বলে প্রতিশ্রুতি দিলেন দক্ষিণের মেয়র।

Advertisement
Share.

Leave A Reply