fbpx

বিমানের সব ফ্লাইট বাতিল সৌদি আরবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২১ ডিসেম্বর সোমবার থেকে এক সপ্তাহের জন্য বাতিল করা হলো সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট

কোভিড-১৯ মহামারির কারণে সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিমান। আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সৌদি আরব গতকাল ২০ ডিসেম্বর সব  ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয়। এছাড়া দেশটিতে  সড়ক ও সমুদ্রপথে  প্রবেশও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে । যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সৌদি আরব এমন পদক্ষেপ নেয় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব কোনো ব্যতিক্রম ছাড়া এক সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করছে। এই স্থগিতাদেশের সময় আরও এক সপ্তাহের জন্য বাড়তে পারে।

আজ বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

 

Advertisement
Share.

Leave A Reply