fbpx

বিশ্বের তৃতীয় ধনী ভারতের গৌতম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ভারতের গৌতম আদানি। প্রথম এশিয়ান হিসেবে গৌতম আদানি বিশ্বের তৃতীয় ধনী হলেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক ধরে এক প্রতিবেদনে গতকাল মঙ্গলবার এনডিটিভি এসব তথ্য জানিয়েছে।

এ বছরের ফেব্রুয়ারিতে তিনি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ভারতে এক নম্বরে চলে গিয়েছিলেন। এখন তিনি বিশ্বের তিন নম্বর ধনকুবের। এর আগে গত মাসে তিনি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিশ্বের অন্যতম ধনী বিল গেটসকেও পেছনে ফেলেছেন। বিল গেটস অবশ্য ৩ হাজার ৫০০ কোটি ডলার গরিবদের জন্য দান করে দেওয়ার পরই পেছনে পড়েছেন।

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলারের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের পর বিশ্বের তিন নম্বর ধনী এখন গৌতম আদানি। এই প্রথম এশিয়া থেকে কেউ ধনকুবেরদের তালিকায় তিন নম্বরে জায়গা করে নিলেন গৌতম।

Advertisement
Share.

Leave A Reply