fbpx

বৃহস্পতিবার মিয়ানমারের বিজিপিসহ ৩৩০ নাগরিককে হস্তান্তর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিদ্রোহীদের আক্রমণের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ ৩৩০ জন নাগরিককে আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ফেরত পাঠানো হচ্ছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

১৫ ফেব্রুয়ারি সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের ইনানীতে নৌবাহিনীর জেটিঘাটে আশ্রয় গ্রহণকারীদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে বিদ্রোহীদের গ্রুপগুলোর সংঘর্ষে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। ওপার থেকে ভেসে আসা তীব্র গোলা–বারুদের শব্দে আতঙ্ক কাটছে না টেকনাফ-তুমব্রুর গ্রামগুলোর। বিদ্রোহীদের আক্রমণে টিকতে না পেরে বাংলাদেশে এসে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনাসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের সদস্যরা।

Advertisement
Share.

Leave A Reply