fbpx

বেড়েছে আমদানি, পেঁয়াজের দাম কমেছে কেজিতে ছয় টাকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ৪০টি ট্রাকে ১ হাজার ২২৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ফলে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ছয় টাকা।

একদিন আগেও ইন্দোর জাতের পেঁয়াজ ২৮ থেকে ২৯ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ২২ থেকে ২৩ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা এক ব্যবসায়ী বলেন, ‘বন্দর থেকে পেঁয়াজ কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করে থাকি। বর্তমানে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এতে আমরা যেমন বন্দরে কম দামে পেঁয়াজ কিনতে পারছি, তেমনি পুঁজি কম লাগছে।’

আরেক পেঁয়াজ ব্যবসায়ী বলেন, ‘দুই মাস বন্ধের পর গত ৫ জুলাই থেকে হিলিসহ সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এছাড়া পাবনা-মেহেরপুরসহ দেশীয় পেঁয়াজের মোকামগুলোতে সররবাহ কমে দাম যেখানে ১৫শ’ থেকে ১৬শ’ টাকা মন উঠে গিয়েছিল, বর্তমানে সরবরাহ বাড়ায় তা কমে ১১শ’ থেকে ২শ’ টাকায় নেমেছে। এতে দেশের বিভিন্ন মোকামে আগের তুলনায় আমদানিকৃত ভারতের পেঁয়াজের দাম কমছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আগে বন্দর দিয়ে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বন্দর দিয়ে একদিনেই ৪০টি ট্রাকে এক হাজার ২২৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে।’

Advertisement
Share.

Leave A Reply