fbpx

ব্যর্থতা ঢাকতে হয়রানির পথ বেছে নিয়েছে তাপস: সাঈদ খোকন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিজের ব্যর্থতা ঢাকতেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপস দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে হয়রানি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এ অভিযোগ করেন তিনি।

সাঈদ খোকন বলেন, ‘আমি বিশ্বাস করি, মেয়র তাপস নগর পরিচালনায় ব্যর্থ হয়ে, নিজের সীমাহীন ব্যর্থতা ঢাকতে আমার বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ করে আসছে। দুদকের এহেন কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংগঠিত হয়েছে। আমার ও আমার পরিবারের আটটি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।

সেখানে ৭ কোটি ৬২ লক্ষ ৭২ হাজার ৬০৩ টাকা ছিল। দুদক আমার পরিবারের কোন সদস্যকে কোনরূপ নোটিশ না করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ব্যাংক হিসাব জব্দ করেছে।’

এসময় আইনি মোকাবিলার পাশাপাশি প্রয়োজনে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দেন সাঈদ খোকন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন বর্তমান মেয়রের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘কতটুকু ভোটে নির্বাচিত হয়েছেন এই শহরের মানুষ জানে। ঢাকার মরা লাশের ওপর পর্যন্ত ট্যাক্স বসিয়ে দিয়েছেন।’

সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসহ মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুদক তদন্ত করলে কারও কোন আপত্তি নেই বলেও জানিয়েছেন সাঈদ খোকন।

এদিকে, ডিএসসিসি মেয়র তাপসের কাছে এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে ডিএসসিরি জনসংযোগ কর্মকর্তা আবু নাছের গণমাধ্যমকে জানান, ‘বিষয়টি মহামান্য আদালত ও দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট। বিচারাধীন কোনো বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস কোনো ধরনের বক্তব্য বা প্রতিউত্তর দিতে নিরৎসুক।’

Advertisement
Share.

Leave A Reply