fbpx

ব্যাংকপাড়ায় আছে ঈদের আমেজ, নেই গ্রাহকের চাপ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঈদের ছুটি শেষে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংকও খুলেছে। রবিবার (১৬ মে) রাজধানীর ব্যাংকগুলোতে দেখা যায়, সেখানকার কর্মকর্তারা একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

ঈদের পর প্রথম অফিস হওয়ায় সবাই একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেছেন।

অন্যদিকে ব্যাংকগুলোতে গ্রাহকদের চাপ নেই বললেই চলে। তবে যারা আসছেন, তারাও কুশলাদি বিনিময় করছেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলছে ব্যাংকের লেনদেন।

রাজধানী ঘুরে দেখা গেছে, গুলশান ও বনানীর শাখাগুলোতে তেমন চাপ নেই। আর মতিঝিলের শাখায় গ্রাহক থাকলেও খুবই কম। এবারের ঈদে সরকারি বিধিনিষধ থাকায় বেশিরভাগই নিজ নিজ কর্মস্থল এলাকায় ঈদ উদযাপন করেছেন। কেউ কেউ আবার করোনার রোটেশনের কারণে হোম অফিসও করেছেন। আর যারা অফিসে এসেছেন, বেশিরভাগ আড্ডা দিয়ে বা গল্পগুজব করে প্রথমদিনের অফিস শেষ করেছেন।

এদিকে সরকার চলমান কঠোর লকডাউনের মেয়াদ ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে। যেখানে ব্যাংকে লেনদেন আগের মতোই  ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply