fbpx

ব্রাহ্মণবাড়িয়ার আকাশ ছেয়ে গেছে পলাশের লাল রঙে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দোরগোড়ায় কড়া নাড়ছে বসন্ত, নির্জীব প্রকৃতিতে ফিরছে প্রাণ। শীতের জড়তা কাটিয়ে গাছে গাছে দেখা মিলেছে সবুজ পাতার। ফাগুনের আগুন রঙে প্রকৃতি ছেয়ে গেছে পলাশের লাল রঙে।

ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর এপ্রোজ রোডের দু’পাশ জুড়ে সারি সারি লাল পলাশ ফুল। দূর থেকে দেখলে মনে হবে, গাছের ডালে ডালে যেন আগুন লেগেছে। এই গাছের ডালে প্রতিদিন ভোর থেকে আসছে নানান জাতের অতিথি পাখি। পাখিদের কল কাকলীতে মুখরিত পুরো এলাকা। বেড়েছে প্রকৃতি প্রেমীদের সংখ্যা।

প্রকৃতিপ্রেমী জাহাঙ্গীর আলম জানান, সৈয়দ নজরুল ইসলাম সেতুতে না আসলে বুঝা যাবে না, যে ডালে ডালে আজ ফুলের আগুন লেগেছে। শুধু ফুল আর ফুল।

আরেক প্রকৃতিপ্রেমী জানান, শুধু ফুলই ফুটছে না। পাশাপাশি অতিথি পাখিদের আগমনও ঘটছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত সাহা বলেন, প্রতি বছর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতু এপ্রোজ রোডের দু’পাশ বসন্তের রঙিন ফুল ফোটে। এবারও ফুটেছে।

Advertisement
Share.

Leave A Reply