fbpx

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে অটোতে থাকা চার যাত্রী নিহত হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল।

নিহতরা হলেন- উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ফরিদ মিয়া (৪২), মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২) এবং খাটিঙ্গা গ্রামের হোসনে আরা খাতুন (৪৮)।

মো. শাহজালাল জানান, সকালে কভার্ডভ্যানটি মালামাল নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল আর অটোরিকশাটি বিপতীর দিক থেকে আসছিল। পথে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুদু ও মোর্শেদা নিহত হন।

তিনি আরও জানান, আহত অপর দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হোসনে আরাকে মৃত ঘোষণা করেন। আর পরিস্থিতি গুরুতর হওয়ায় ফরিদকে ঢাকায় স্থানান্তর করা হয়। কিন্তু পথেই তিনি মারা যান।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ফেলে চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওসি মো. শাহজালাল।

Advertisement
Share.

Leave A Reply