fbpx

ভরিতে স্বর্ণের দাম কমলো ১ হাজার ৫১৬ টাকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্বর্ণের বাজারের অস্থিরতা যেনো কোনোভাবেই কাটছে না। এই অবস্থায় ভরিতে ১ হাজার ৫১৬ টাকা ক‌মি‌য়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (৩ মার্চ) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

মূলত, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী থাকায় প্রেক্ষাপটে এর দাম কমানো হয়েছে বলে জানা গেছে।

বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১৩ জানুয়ারি প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় দুই হাজার টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা ক‌মি‌য়ে ৭১ হাজার ১৫১ টাকা করা হয়েছে। আর ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৯ হাজার ২৫২ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ৪৮ হাজার ৯৩১ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

তবে স্বর্ণের দাম কম‌লেও রুপার দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাজুস।

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হ‌য়েছে।

Advertisement
Share.

Leave A Reply