fbpx

ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়ল স্বর্ণের দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দাম কমার চারদিনের মাথায় দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়িয়ে দেশের বাজারে ভালোমানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার থেকেই এ দাম কার্যকর হবে বলে ২১ আগস্ট বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। ২২ আগস্ট (সোমবার) থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৮৩ হাজার ২৮১ টাকায়। ভরি প্রতি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ২২৫ টাকা।

দেশের বাজারে ২১ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ৭৯ হাজার ৪৯০ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা বেড়ে ৬৮ হাজার ১১৮ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৫৬ হাজার ২২০ টাকায়। ভরি প্রতি বাড়ানো হয়েছে ৯৩৩ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপা এক হাজার ৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা এক হাজার ২২৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ৯৩৩ টাকায়।

রবিবার পর্যন্ত ভালো মানের প্রতি ভরি স্বর্ণ ৮২ হাজার ৫৬ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ৭৮ হাজার ৩২৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ১২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫৫ হাজার ২৮৭ টাকা।

এর আগে ২৭ ও ২৯ জুলাই, ৪ ও ৬ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়। তবে সর্বশেষ গত ১৮ আগস্ট স্বর্ণের দাম কমানো হয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply