fbpx

ভারতের সেভেন সিস্টার্সে প্রবেশের নতুন স্থলবন্দর চালু হচ্ছে সেপ্টেম্বরে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল। সোমবার (২৯ আগস্ট) এই স্থলবন্দরের ইমিগ্রেশন ভবন নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

নৌ সচিব বলেন, ‘উদ্বোধনের পর ইমিগ্রেশন কার্যক্রম পুরোপুরি চালু হতে আরও কিছু দিন সময় লাগবে। তখন দুই দেশের নাগরিকরা ভিসা নিয়ে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সহজে যাতায়াত করতে পারবেন।’

এই স্থলবন্দর চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ১১২ কিলোমিটার দূরে অবস্থিত। এই স্থলবন্দর ব্যবহার করে মাত্র তিন ঘণ্টায় চট্টগ্রাম বন্দর থেকে ট্রান্সশিপমেন্টের পণ্য যেতে পারবে ভারতে। এই বন্দর দিয়েই দেশটির সেভেন সিস্টার্সখ্যাত উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যসহ মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হবে। একইসঙ্গে রামগড় স্থলবন্দর ব্যবহার করে চট্টগ্রাম বন্দর হয়ে পণ্য পরিবহন করতে পারবেন ভারতীয় ব্যবসায়ীরা।

Advertisement
Share.

Leave A Reply