fbpx

ভারতে কৃষি আইন প্রত্যাহার: সিঙ্ঘু সীমান্তে উৎসবের আমেজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দীর্ঘ ১৪ মাস। রাজপথ থেকে প্রত্যন্ত গ্রাম। বিতর্কিত কৃষি আইনের বিরোধীতায় বিক্ষোভ করে আসছিল ভারতের লাখো কৃষক। দিয়েছেন প্রাণ। দিনের পর দিন ঘরবাড়ি ছেড়ে ধর্ণায় বসেছেন সিংঘু সিমান্তে। অবশেষে কৃষকদের দাবির মুখে মাথা নোয়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার গুরু নানকের জন্মদিনে জাতীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেই বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিলেন তিনি।

ভারতে কৃষি আইন প্রত্যাহার: সিঙ্ঘু সীমান্তে উৎসবের আমেজ

কৃষকরা একে অন্যকে মিষ্টি মুখ করাচ্ছেন।ছবি: সংগৃহীত

এই ঘোষণায় পর নিমিশেই খুশির বন্যা বয়ে যায় কৃষকদের মধ্যে। সকাল থেকেই উৎসবের আমেজে ঘেরা রয়েছে সিঙ্ঘু-টিকরি সীমান্ত। চলছে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ। কোথাও বাজি পুড়ছে কোথাওবা নাচে-গানে উচ্ছাস প্রকাশ করা হচ্ছে।

ভারতে কৃষি আইন প্রত্যাহার: সিঙ্ঘু সীমান্তে উৎসবের আমেজ

আনন্দে রং খেলছেন আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত

তবে আন্দোলন এখনই থামছে না বলে সাফ জানিয়ে দিলেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত। এক টুইটার বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী আইন বাতিলের ঘোষণা দিয়েছেন, তবে এখনও কাগজে কলমে প্রত্যাহার করা হয়নি। তাই এখনই ভরসা করা যাচ্ছে না।

ভারতে কৃষি আইন প্রত্যাহার: সিঙ্ঘু সীমান্তে উৎসবের আমেজ

ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত।ছবি: সংগৃহীত

তিনি বলেন,’ আমারা সেই দিনের জন্য অপেক্ষা করব, যেদিন পার্লামেন্টে কৃষি আইন বাতিল হবে। কৃষকদের অন্যান্য সমস্যার পাশাপাশি ন্যূতম সহায়ক মূল্য নিয়েও কথা বলতে হবে।‘

ভারতে কৃষি আইন প্রত্যাহার: সিঙ্ঘু সীমান্তে উৎসবের আমেজ

বিভিন্ন স্থানে বিজয় মিছিল করছেন কৃষকরা। ছবি: সংগৃহীত

গেল বছর সেপ্টেম্বরে বিতর্কিত কৃষি আইন সংসদের উভয় কক্ষে পাস করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। এরপরই পথে নামেন কৃষকরা। হরিয়ানা, পাঞ্জাবসহ বিভিন্ন রাজ্যের কৃষকরা এসে হাজির হন রাজধানী দিল্লিতে। কৃষকদের পক্ষে সরব হয় কংগ্রেসসহ বিরোধীরাও।

ভারতে কৃষি আইন প্রত্যাহার: সিঙ্ঘু সীমান্তে উৎসবের আমেজ

কৃষকদের মধ্যে খুশির বান ডেকেছে। ছবি সংগৃহীত।

Advertisement
Share.

Leave A Reply