fbpx

ভাসানচর পরিদর্শনে ১০ রাষ্ট্রদূত ও হাইকমিশনার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে আজ সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের ১০ রাষ্ট্রদূত ও হাইকমিশনার। জাতিসংঘের পর এবার তারা ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের কী পরিস্থিতি, তা দেখতেই আজ শনিবার (৩ এপ্রিল) সেখানে যাচ্ছেন।

শুক্রবার (২ এপ্রিল) ঢাকার কানাডিয়ান হাইকমিশনের এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের নেতৃত্বে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ড ও কানাডার মিশন প্রধানরা ভাসানচর পরিদর্শনে যাবেন। এ সময় তারা ভাসানচরে রোহিঙ্গারা কী কী সুযোগ-সুবিধা পাচ্ছেন, তারা কী অবস্থায় সেখানে বসবাস করছেন, তা পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি, রোহিঙ্গাদের সাথে তাদের কথা বলার সুযোগ হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গাদের বিষয়ে সরকারের সাথে আলোচনা অব্যাহত রাখতে আগ্রহী রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। এমনকি সেখানে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সাথে জাতিসংঘের আলোচনা অব্যাহত রাখাও প্রয়োজন।

Advertisement
Share.

Leave A Reply