fbpx

ভোলায় ৭৫ জেলেকে ২ লাখ টাকা জরিমানা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভোলায় গতকাল অবৈধ জাল নির্মূল ও জাটকা নিধন প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৭৫ জেলেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলার মাছ ঘাট এবং মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের জরিমানা করা হয়।এসময় ৬৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪৩ মণ জাটকা ও ৪টি কাঠের নৌকা আটক করা হয়েছে। জেলা প্রশাসন, মৎস্য অফিস, পুলিশ প্রশাসন ও কোস্টগার্ড’র সমন্বয়ে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, অভিযানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) গণ ৭ টি মোবাইল কোর্টে ১৫টি মামলায় ৭৫ জনকে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম বলেন, জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং জাটকা অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply