fbpx

মঙ্গলবার থেকে রুমা-রোয়াংছড়িতে পর্যটক ভ্রমণ নিষেধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বান্দরবান জেলার রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণ স্থগিত করা হয়েছে।

সোমবার রাতে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন শিবলী ও রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারণে এ দুই উপজেলায় আপাতত পর্যটক ভ্রমণ বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটকদের সঙ্গে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কবে থেকে আবার এ দুই উপজেলায় পর্যটক যাতায়াত চালু হবে এ বিষয়ে তারা কিছু জানান নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে কয়েকটি ‘সশস্ত্র জঙ্গি সংগঠনের’ বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে।

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের সাইজাম পাড়া, বড়গী ছড়া, ক্যাঙড়া ছড়া, পুরনো টাইগার পাড়া ও বান্দরবানের রোয়াংছড়ির রিনিং পাড়ায় ইতোমধ্যে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

Advertisement
Share.

Leave A Reply